রাজধানীতে নকল ওষুধের কারখানা সিলগালা, জেল-জরিমানা

    রাজধানীর হাতিরপুলে অভিযান চালিয়ে সিলভার ট্রেডিং নামের নকল ওষুধ তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পাঁচ কোটি টাকার নকল ওষুধ জব্দ করে মালিককে ২০ লাখ টাকা জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সিলভার ট্রেডিং নামের একটি কারখানায় নিম্নমানের ওষুধ তৈরি করে ভালো ভালো ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারে ছাড়া হয়। যেগুলোর কোনো কার্যক্ষমতা নেই। গোপন সূত্রে এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোড়কে ভরা পাঁচ কোটি টাকার নকল ওষুধ জব্দ করা হয়। আর কারখানা সিলগালা করে মালিককে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়।

    বিএম/এমআর