৫০০ সৌদি সেনা নিহতের দাবি হুথি বিদ্রোহীদের

    বাংলাদেশ মেইল | আন্তর্জাতিক ডেস্ক:

    ইয়েমেন ও সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা নাজরানে বড় ধরনের অভিযানে সৌদি আরবের অন্তত ৫০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

    রোববার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে হুথিদের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সৌদি সেনা হত্যা ও গ্রেফতারের দাবির পক্ষে প্রমাণ হিসেবে স্থির চিত্র ও অসম্পূর্ণ ভিডিও উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে।

    এছাড়াও দুই হাজার সেনাকে আটক ও সামরিক বাহিনীর যানবাহনের একটি বহরকে জব্দের কথাও জানিয়েছে তারা। ছবিতে ‘সৌদি সেনারা’ নিজস্ব বাহিনীর পোশাক পরা নয়। তাই হুথিদের দাবি সত্য কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া সৌদি আরব কর্তৃপক্ষও এ বিষয়ে এখনও মুখ খোলেনি।

    উল্টে যাওয়া সৌদি যান, স্থির দাঁড়িয়ে থাকা সৌদি সেনা বহরের যানবাহনের ছবি দেখিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ নাজরান অঞ্চলে গত তিন দিন ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলা আরও তীব্রতার সঙ্গে চলবে।