কুষ্টিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন আবরার ফাহাদ

    বাংলাদেশ মেইল | ডেস্ক :

    কুষ্টিয়ায় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ছাত্রলীগের নির্যাতনে​ নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদ চত্বরে দ্বিতীয় এবং ১০টায় কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আবরারের গ্রামের বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    কুষ্টিয়ায় দুই দফা জানাজা ও শেষবারের মত ফাহাদের লাশ দেখতে নারী-পুরুষসহ হাজার হাজার মানুষের ঢল নামে। এদিকে লাশ দাফনের প্রস্তুতিকালে ফাহাদের নিজ গ্রাম কুমারখালীর রায়ডাঙ্গা এলাকায় শত শত মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা মেধাবী বুয়েট ছাত্র ফাহাদের হত্যাকারীদের অবিলম্বে ফাঁসির দাবী জানান।

    এরআগে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে ফাহাদের মরদেহ কুষ্টিয়ায় এসে পৌঁছে। কুষ্টিয়ায় লাশ পৌঁছার পর এক হৃদয়-বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। নিহতের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তাদের আহাজারি ও বিলাপে পরিবেশ ভারী হয়ে উঠে।