খালেদা জিয়ার জামিন শুনানি ১৬ জানুয়ারি

    খালেদা জিয়ার
    ফাইল ছবি

    জাতীয় মেইল : কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহরপুরে নৈশকোচে পেট্রলবোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি আবারও পিছিয়েছে।

    সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান মামলার চার্জ গঠন ও পরবর্তী শুনানির জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।
    তিনি বলেন, আটজন হত্যা মামলায় আজ আদালতে রাষ্ট্রপক্ষের চার্জ গঠন করা এবং আসামি পক্ষের একটি জামিন শুনানির আবেদন ছিল।

    উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭জন ও হাসপাতালে নেয়ার পর একজনসহ বাসের ৮ যাত্রী নিহত হন।

    ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

    বিএম/রাজীব..