চট্টগ্রামে উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর সদস্য গ্রেফতার

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা রুমঘাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর সদস্য ফাহাদকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

    সোমবার রাত সাড়ে ১২টার সময় গোপন তথ্যে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেফতার ফাহাদ ব্যবসায়ি মো. সোলায়মানের ছেলে। সে তার বাবার সাথে নগরীর সাবএরিয়া মাছুয়া ঝর্ণা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো। মূলত চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কোচিং করতে গিয়ে গৃহ শিক্ষকের হাত ধরে নিষিদ্ধ এ সংগঠনে জড়িয়ে পড়ে।

    কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসাইন জানান, সম্প্রতি ফাহাদের গৃহ শিক্ষক সাবকাত আহম্মেদকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে সোমবার রাতে অভিযান চালিয়ে ফাহাদকে বাসা থেকে গ্রেফতার করা হয়।

    তিনি জানান, গত কিছুদিনে হিযবুত তাহরীরের নামে নগরীর বিভিন্ন স্থানে ‘সরকারবিরোধী’ বেশ কিছু পোস্টার লাগানোর কাজে জড়িত গ্রেফতার ফাহাদ। সে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার হিযবুত তাহরীরের প্রধান সাবকাত আহম্মেদের ছাত্র।

    বিএম/রাজীব..