ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। একই দিনে উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনের ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

    আজ মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য দেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

    উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি।

    আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ ২ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব।

    এ সময় সারা দেশের উপজেলা নির্বাচন ৫টি ধাপে করা হবে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচন শুরু হতে পারে ৮ বা ৯ মার্চ।