রাউজানে ধরা পড়ল ৬ ফুট লম্বা রাঘব চিতল

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বাড়ির পাশে পুকুরে মাছের জন্য মঙ্গলবার সকালে জাল ফেলেছিলেন রাজু সহ এলাকার ছেলেরা। কিন্তু ভাগ্য তাকে ধরা দিলেন বিশাল এ মাছ।

    বাংলায় কথায় আছে “মেঘ না চাইতেই এ যেন বৃষ্টি” তার জালে ধরা পড়ল ৬ ফুট লম্বা এক বিশাল রাঘব চিতল। 

    স্থানীয় ইউপি মেম্বার হাজী আমিনের হোসেন জানান, সকালে ১১টায় সময় স্থানীয় ঊনসত্তর পাড়া বশির শাহ মাজারে পাশে পুকুরে চিতল মাছটি হাত জালে ধরা পড়েন। এই মাছের বাজারে বিক্রি মুল্য প্রায় ৭ হাজার টাকার কাছাকাছি।

    বিএম/রাজীব….