আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

    বিএম ডেস্ক : দ্বিতীয় ধাপে সাদ অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে বেলা ১১টা ৪৫ মিনিটে এ আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা মোহাম্মদ শামীম।

    মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এ মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন হল। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম ধাপ শুরু হয়।

    গত দুইদিন ধরে ইবাদত বন্দেগীতে দিন পার করেন মুসল্লিরা। আজ আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।

    এর আগে, রবিবার সকাল থেকে ইজতেমায় অংশ নিয়েছে মাওলানা সা’দ অনুসারীরা। দিনভর বৃষ্টির কারণে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের। ১৭-১৮ ফেব্রুয়ারি দুদিন ইজতেমা হওয়ার কথা থাকলেও সা’দপন্থীদের দাবির প্রেক্ষিতে একদিন বাড়ানো হয়। সোমবার বাদ ফজর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয় ধর্মীয় বয়ান।

    বাদ ফজর বয়ান করেন দিল্লির হযরত মাওলানা মুরসালিন। বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ মনসুর। জোহর থেকে মাগরিব পর্য তাবলিগ জামাতের শীর্ষ পর্যায়ের মুরব্বি দিল্লির হযরত মাওলানা শাহজাত, বাংলাদেশের মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মাওলানা শওকত হোসাইন বয়ান করেন।

    বিশ্ব তাবলিগ জামাতের আমির দিল্লির হযরত মাওলানা সা’দ এর নির্দেশক্রমে তাবলিগ জামাতের ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইজতেমা ময়দানে রয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইজতেমার এ পর্বের মুরব্বি মাওলানা আশরাফ আলী। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দিল্লির নিজামউদ্দিন মারকাজের অন্যতম মুরব্বি হযরত মাওলানা শামীম। তিনিই মাওলানা সা’দের পরামর্শে আজকের মোনাজাত পরিচালনা করবেন।

    বিএম/রনী/রাজীব