আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার : কাদের

    বিএম ডেস্ক : পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, হতাহতের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।

    এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    পুরান ঢাকার চকবাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখবে সরকার। অপরাধ পেলে কঠোর ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ রাত ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী।

    ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

    বিএম/রনী/রাজীব