আজ রাতে রিয়াল-বার্সেলোনা দ্বৈরথ

বিএম ডেস্ক : গোটা ফুটবল বিশ্বের চোখ এখন সান্টিয়াগো বার্নাব্যুতে। রিয়াল মাদ্রিদের মাঠে চারদিনে ২টি এল ক্লাসিকো’র রোমাঞ্চ অপেক্ষা করছে। আজ কোপা দেল রের ফাইনাল নির্ধারণী ধ্রুপদী লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল।

বার্নাব্যুতে রাত ২টায় আগুনঝরা ম্যাচটি শুরু হবে। আর বার্সেলোনার ডাগআউটে ১০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন কোচ আরনেস্তো ভালভার্দে। ন্যু ক্যাম্পে সেমিফাইনালে প্রথম লেগ শেষ হয় ১-১ সমতায়। টানা চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে টানা ৬ বার ফাইনাল খেলার হাতছানি। বিপরীতে ২০১৩-১৪ আসরের ফাইনালে বার্সাকে হারানোর (২-১) পর আর ফাইনালে উঠতে পারেনি রিয়াল।

প্রতিযোগিতায় রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়ালের ঘরে গেছে ১৯টি শিরোপা। আগামী ২রা মার্চ নিজেদের পরবর্তী ম্যাচেই লা লিগায় ফের মুখোমুখি হবে রিয়াল-বার্সা।

মাদ্রিদে যাওয়ার আগে লিওনেল মেসির হ্যাটট্রিকে ছন্দ খুঁজে পায় বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচের চারটিতে ড্র করার পর লীগে সেভিয়ার মাঠে ৪-২ গোলের জয় কুড়ায় কাতালানরা। বিপরীতে জিরোনার কাছে নিজ ঘরে ২-১ গোলে হারের পর লেভান্তের মাঠে ২টি পেনাল্টির সুবাদে একই ব্যবধানে জয়ের দেখা পায় রিয়াল।

আর লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষস্থানধারী বার্সার চেয়ে রিয়াল ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে। বার্নাব্যুতে রিয়ালের সাম্প্রতিক ক্লাসিকো রেকর্ড ভালো নয়। শেষ ৬ ম্যাচে মাত্র ২টিতে জয় পায় গ্যালাকটিকোরা। রিয়ালের দুর্গে নিজেদের সবশেষ ম্যাচে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। আর গত বছরের অক্টোবরে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লা লিগায় ন্যু ক্যাম্পে ৫-১ গোলে বিধ্বস্ত হয় রিয়াল। সে ম্যাচে হ্যাটট্রিক করে মেসির অভাব বুঝতে দেননি লুইস সুয়ারেজ। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে শঙ্কা কাটিয়ে বদলি হিসেবে মাঠে নেমিছিলেন মেসি। দ্বিতীয় লেগের আগে রিয়ালের অনুপ্রেরণা হতে পারে নিজ মাঠের পারফরমেন্স। এবারের আসরে বার্নাব্যুতে ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ বার বল পাঠায় রিয়াল। অর্থাৎ, ম্যাচপ্রতি গোলের গড় ৪-এর উপরে।

স্বাভাবিকভাবেই স্পটলাইটটা থাকবে মেসির ওপর। আর্জেন্টাইন তারকার এটি ৪০তম এল ক্লাসিকো। আর ফুটবলের এই অন্যতম আকর্ষণের ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও মেসি। এল ক্লাসিকোতে রেকর্ড ২৬টি গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার)। এল ক্লাসিকো সামনে আগে রিয়ালের তেমন কোনো ইনজুরি সমস্যা নেই। লেভান্তের বিপক্ষে আগের ম্যাচ মিস করা মার্কোস লরেন্তে ও ইসকোর খেলা নিয়ে সংশয় রয়েছে। ইনজুরি কাটিয়ে বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো অনুশীলনে ফিরলেও তার মাঠে নামা অনিশ্চিত। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৯ বারের দেখায় ৯৫ ম্যাচে রিয়াল ও ৯৩ ম্যাচে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। বাকি ৫১ ম্যাচ ড্র হয়। কোপা দেল রে প্রতিযোগিতায় ৩৪ বারের মুখোমুখি লড়াইয়ে রিয়ালের চেয়ে এগিয়ে বার্সা (১৪ জয়, ১২ হার, ৮ ড্র)।

বিএম/রনী/রাজীব