চবিতে বোমা নয়,ছিলো কালো টেপ মোড়ানো বেগুন

    চট্টগ্রাম মেইল: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে আতংকে থাকা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে ভয় কেটে গেছে। যে বস্তুটিকে বোমা ভেবে আতংকে ছিলেন সবাই সেটি আসলে শক্তিশালী বিধ্বংসী কোন বোমা নয়। কালো টেপে মোড়ানো লাল তার সংযুক্ত একটি বেগুন মাত্র।

    গতকাল রাত ১০ টা পরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের সামনে পড়ে থাকা বোমা সদৃশ বস্তুটি পুলিশ সারারাত পাহাড়া দিয়ে আজ শুক্রবার সকাল ১১টার দিকে উদ্ধার করেছে সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ টিমের সদস্যরা।

    সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পুলিশ পরিদর্শক রাজেশ বড়ুয়া বোমা সদৃশ বস্তুটি উদ্ধারের পর গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন এটি দেখতে অবিকল হ্যান্ডগ্রেনেডের মতোই ছিলো। তবে এটি বাস্তবে বিস্ফোরক ছিল না, একটি মাঝাড়ি সাইজের বেগুন কালো টেপে মুড়িয়ে এটির উপর লাল তার সংযুক্ত করে হ্যান্ডগ্রেনেডের রুপ দেওয়া হয়েছে।

    তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ হলে আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে কেউ একাজটা করেছে।

    এর আগে বুধবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় উপমহাদেশের সনাতন সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান ভোলাগিরি আশ্রমের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা বোমা উদ্ধার করে সেটি নিস্ক্রিয় করেছে সিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

    বিএম/রাজীব….