গাপটিলের শতকে সিরিজ নিউজিল্যান্ডের

    বিএম ডেস্ক: ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। যার ফলে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতল কিউইরা। টানা দুই ম্যাচে শতকের দেখা পেয়েছেন মার্টিন গাপটিল।

    এ যেন প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি! ভেন্যু বদলেছে তবে টাইগার ব্যাটিং অবস্থার পরিবর্তন হয়নি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৬ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো আজকেও ব্যর্থ ছিলেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তৃতীয় উইকেটে মুশফিক ও সৌম্য কিছু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২৩ বলে সৌম্যের ২২ রানে আউটের মাধ্যমে এই জুটি ভাঙ্গে।

    এরপর আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো মোহাম্মদ মিঠুনের সাথে জুটি গড়েন মুশফিক। দলীয় ৮১ রানের মাথায় ৩৬ বলে ২৪ রান করে ফার্গুসনের বলে বোল্ড আউট হোন মুশফিক। গত ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ রিয়াদ। ৮ বলে করেছেন ৭ রান। ৯৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমানের ব্যাট স্কোরের স্বপ্ন দেখছিল।

    টানা দুই অর্ধশতক তুলে নেন মোহাম্মদ মিঠুন। ৬৯ বলে ৭ চার আর ১ ছক্কায় ৫৭ রানে মিঠুনের বিদায়ের পর আর বড় স্কোর গড়া হয়নি টাইগারদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২২৬ রান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন সাব্বির রহমান। নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন ৪৩ রানে ৩টি উইকেট নেন।

    ২২৭ রানের মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে ঝড় তোলেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। দলীয় ৪৫ রানের মাথায় আরেক ওপেনার হেনরি নিকোলাস ১৪ রানে বিদায় নিলেও গাপটিল ছিলেন তাঁর ছন্দে। অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে গড়ে তোলেন ১৪৩ রানের জুটি। এর মাঝে ক্যারিয়ারের ১৬তম শতক তুলে নেন গাপটিল। টানা দুই শতকের দেখা পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৯তম ওভার ৮৮ বলে ১৪ চার আর ৪ ছক্কায় করেন ১১৮ রান করে মুস্তাফিজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন গাপটিল। এরপর সহজেই নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে গেছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। নিউজিল্যান্ড অধিনায়ক ৮৬ বলে ৩ চারে ৬৫ রানে অপরাজিত থাকেন আর অন্যপ্রান্তে ২০ বলে ৩ চারে টেলর করেন ২১ রান। নিউজিল্যান্ডের পতন হওয়া দুইটি উইকেটই নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

    এই জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা। সিরিজের শেষ ওয়ানডে ২০ ফেব্রুয়ারি।

    সংক্ষিপ্ত স্কোরঃ
    বাংলাদেশ- ২২৬/১০ (৪৯.৪ ওভার)
    মিঠুন ৫৭, সাব্বির ৪৩
    ফার্গুসন ৩/৪৩, নিশাম ২/২১

    নিউজিল্যান্ড- ২২৯/২ (৩৬.১ ওভার)
    গাপটিল ১১৮, উইলিয়ামসন ৬৫*
    মুস্তাফিজ ২/৪২

    ফলাফলঃ নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
    ম্যাচসেরাঃ মার্টিন গাপটিল

    বিএম/রনী/রাজীব