বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’ উপভোগ করলেন রাষ্ট্রপতি


    বিএম ডেস্ক : ৫২’ এর ভাষা আন্দোলনের পরিপূর্ণ প্রতিচ্ছবি ‘ফাগুন হাওয়ায়’ দেখে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘ফাগুন হাওয়ায়’ ‘নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে ও মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করবে। ভাষা আন্দোলন নিয়ে লেখক, গবেষক, নাট্যকার ও চলচ্চিত্রকারদের আরও বেশি করে কাজ করতে হবে। ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের প্রশংসা করেন রাষ্ট্রপতি।’

    ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে ‘ফাগুন হওয়ায়’ চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। বঙ্গভবনে চলচ্চিত্রটি প্রদর্শনের সুযোগ করে দেয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্যরা এবং ‘ফাগুন হওয়ায়’র শিল্পী ও কলাকুশলীবৃন্দ। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ আমন্ত্রিত অতিথিরা দরবার হলের বড় স্ক্রিনে ‘ফাগুন হওয়ায়’ চলচ্চিত্রটি উপভোগ করেন।

    রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময়ে শিল্পীবৃন্দ

    টিটু রহমানের ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় ৫২’র ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। এ ছবিতে অভিনয় করেছেন নূশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ। ছবিটি নিবেদন করেছেন ওয়ালটন। ছবিতে সিয়ামকে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসির চরিত্রে। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘ফাগুন হাওয়ায়’ ছবির প্রথম গান ‘তোমাকে চাই’। কথা ও সুর : পিন্টু ঘোষ। কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ ও পিন্টু ঘোষ।

    গল্প সম্পর্কে তৌকীর আহমেদ বললেন, ‘ফাগুন হাওয়ায়’ মোটেও ভারী গল্পের ছবি না। খুব পরিশ্রম করে ছবিটা বানিয়েছি। তিনি বলেন, ছবির গল্পটা ভীষণভাবে হিউমারাস, অনেক কমিক উপাদান রয়েছে এর মধ্যে। অনেক প্লে-ফুলি গল্পটা বলার চেষ্টা করেছি। একদল তরুণ ছেলেমেয়ে তাদের মধ্যে অনেক দস্যিপনা রয়েছে। অনেক বাঁদরামো রয়েছে। সবকিছু মিলিয়ে একটু অন্যভাবে বানিয়েছি। দর্শক যেন দেখে মজা পায়। তিনি আরো বলেন, ৫২’ এর প্রেক্ষাপট ফুটিয়ে তোলার জন্য দেশের বিভিন্ন এলাকায় সবকিছু তৈরি করে নির্মাণ করে ছবিটি নির্মাণ করেছি।’ নতুন গল্প, নতুন ছবি, নতুন চরিত্র সবকিছুর কারণে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি., নির্মাতা তৌকীর আহমেদ এবং এ ছবিতে অভিনীত শিল্পী ও কলাকুশলীরা।

    বিএম/রনী/রাজীব