বোয়ালখালী দিশারী খেলাঘর আসরের সম্মেলন শুক্রবার

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দিশারী খেলাঘর আসরের সম্মেলন ২০১৯ ও শিশু উৎসব শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গান, কবিতা ও কথামালায় সাজানো হয়েছে অনুষ্ঠান মালা।

    এ সম্মেলন ও শিশু উৎসবের উদ্বোধন করবেন যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল বশর। দিশারী খেলাঘর আসরে সভাপতি জামাল আবদুল নাসেরের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সাসংদ মঈন উদ্দিন খান বাদল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.রজত বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক, খেলাঘর কেন্দ্রেীয় কমিটির সদস্য রেজাউল কবির, দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু, শৈবাল আদিত্য, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম, সংগঠক বিধান রক্ষিত ও উপজেলা খেলাঘর সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল।

    শিশু-কিশোরদের আয়োজিত এ নান্দনিক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দিশারী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শ্রীচরণ বিশ্বাস।

    বিএম/পুজন সেন/রাজীব..