বিনোদন ডেস্ক : হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছেন। চলচ্চিত্রটির নাম ‘সার্ভাইভিং ৭১’। ২৬ মার্চ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) প্রকাশিত হয়েছে ছবিটির টিজার।
টিজারে দেখা যায়, ট্রেনে বন্দি কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে নদী পাড়ি দিচ্ছে পাক হানাদার বাহিনী। তাদের পরিকল্পনা, চোখবাঁধা অবস্থায় মুক্তিযোদ্ধাদের গুলি করে চলন্ত ট্রেন থেকে নদীতে ফেলে দেওয়া। শিহরণ জাগানো এমন টিজারে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এবার অপেক্ষায় পুরো ছবিটি দেখার।
ওয়াহিদ জানান, স্বাধীনতা দিবসে এটা বাংলাদেশের প্রতি তার ভালোবাসা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশাল প্রেক্ষাপটকে ২-ডি অ্যানিমেশনের মাধ্যমে বড় ক্যানভাসে তুলে আনতে দীর্ঘ দিন ধরেই কাজ করছেন ওয়াহিদ। বিষয়টি নিজের জন্য চ্যালেঞ্জিং কাজ হিসেবেই নিয়েছেন বলে জানান।
বিএম/রনী/রাজীব