কালুরঘাট সেতুর টোল আদায় জনস্বার্থে বন্ধ করতে হবে

    বোয়ালখালী প্রতিনিধি : নতুন সেতু না হওয়া পর্যন্ত বৃটিশ আমলে নির্মিত মেয়াদোত্তীর্ণ কালুরঘাট সেতু টোল বন্ধের দাবি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

    ২৬ মার্চ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় সরকারের কাছে এ দাবি তুলে ধরেন।

    এসময় তিনি বলেন, টোল আদায় নিয়ে রীতিমতো অরাজকতা চলছে । দেশে এ ধরণের আরো অনেক সেতু আছে জনস্বার্থে সেইগুলোতে এখন আর টোল আদায় করা হয় না।

    বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ লাগবে এখানে সরকার প্রতিশ্রুত নতুন সেতু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মেয়াদোত্তীর্ণ এ সেতুর টোল আদায় সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে।

    একমুখী সেতু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে দূর্ভোগের মধ্য পড়েও টোল দিতে হচ্ছে। এ টোল বৃদ্ধির অজুহাতে পরিবহন মালিক-শ্রমিকরা ভাড়া বাড়ানোর সুযোগ পেয়ে যায়। ফলে তারা যাত্রীদের গলা টিপে ধরছে।

    তিনি এ ব্যাপারে জনস্বার্থে স্থানীয় জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

    বিএম/পুজন সেন/রাজীব..