নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর কারাদণ্ড

    জেলা মেইল : গোপন বৈঠক করে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ তোফাজ্জল হোসেনসহ ক্ষমতাসীন দলের ১২ নেতাকর্মীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    আজ শনিবার দুপুরে তাদের প্রত্যেককে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
    আইনি প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ৩টার দিকে দণ্ডিতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব এসব তথ্য নিশ্চিত করেন।

    দণ্ডিত অন্যরা হলেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মোজাহার আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নূর হোসেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মেয়র তোফাজ্জাল হোসেনের ছেলে মনিরুজ্জজামান মনি, ভাগ্নে রবিউল ইসলাম রবিন, ছাত্রলীগ কর্মী শাকিল আহম্মেদ ও আওয়ামী লীগ কর্মী শিমুল। এর মধ্যে আওয়ামী লীগ কর্মী শিমুলের কাছে থেকে তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

    বিএম/রাজীব..