বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার : অস্ত্র উদ্ধার

    বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক ছিনতাই মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. বখতেয়ার হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।

    বখতেয়ার উপজেলার চরণদ্বীপ ৮নং ওয়ার্ডে সরবতি বাপের বাড়ির আব্দুল শুক্কুরের ছেলে। ২৬ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরণদ্বীপ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

    অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জসিম উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ৯টার দিকে বখতেয়ারের বসতঘরের বাথরুমের ট্যাংকের পাশে কাপড় মুড়িয়ে রাখা ১টি দেশিয় তৈরি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এ ব্যাপারে অস্ত্র আইনে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পীযুষ চন্দ্র সিংহ বলেন, মো. বখতেয়ারের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মারামারিসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭ সালে ছিনতাইয়ে অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আদালত তাকে দুই বছরের সাজা দেন। তবে এতদিন ধরে সে পলাতক ছিলো।

    বিএম/পুজন সেন/রাজীব…