সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বিএম ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (২৪ মার্চ) বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। এ সময় তিন বাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রী প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান।

    মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বাগাঁথা, বর্তমান সরকারের বিগত ১০ বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন, আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সশস্ত্র বাহিনীর অবদান সংশ্লিষ্ট বিষয়ের ওপর নির্মিত ৪টি পৃথক স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

    এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    পরে প্রধানমন্ত্রী প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি তিন বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমরাস্ত্রের বিষয়ে অবহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সমরাস্ত্র প্রদর্শনী ৩১ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

    বিএম/রনী/রাজীব