সুবর্ণচরের ধর্ষক রুহুল আমিনের জামিন

    বিএম ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে দল বেঁধে ধর্ষণের ঘটনার মূলহোতা রুহুল আমিনকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। গত সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

    বৃহস্পতিবার বিকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিশ্বজিৎ রায় বলেন, এ জামিন নিতে গিয়ে আসামিপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিভ্রান্ত করেছেন। জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আগামী ২৫ মার্চ চেম্বার আদালেত আবেদনটির শুনানি হতে পারে বলে জানান তিনি।

    উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়াকে কেন্দ্র করে নির্যাতিতা ওই নারীর সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এর জেরে রুহুল আমিনের নির্দেশে ১০-১২ জন তার বাড়িতে গিয়ে স্বামী-সন্তাদের বেঁধে তাকে গণর্ধষণ ও মারধর করে।

    বিএম/রনী/রাজীব