সোনাপাহাড় থেকে আরো ৬ হাজার ভরি স্বর্নের বার উদ্ধার : আটক ২

    মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামে শতপিস স্বর্ণবার উদ্ধারের কয়েক ঘন্টা পরেই একই দিনে মিরসরাই জোরাগঞ্জে উদ্ধার হয় স্বর্ণের বারের বড় চালান।

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের সোনাপাহাড় থেকে উধ্দার হয় ৬ হাজার ভরি স্বর্ন। এসময় একটি গাড়িসহ দুইজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন-করিম শাহ ও রাকিব।

    আটককৃতদের বাড়ি চুয়াডাঙ্গা ও যশোর বলে জানায়। উদ্ধার হওয়া ৬শটি (ষাট কজি) স্বর্ণের বর্তমান বাজার মুল্য প্রায় ২৬ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

    আজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এসব স্বর্ণ উদ্ধারের কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি (উত্তর) মসিউদ্দোলা রেজা।

    তিনি জানান, গ্রেফতার হওয়া দুজন স্বীকার করেছে, চট্টগ্রাম ষ্টেশন রোড় থেকে এসব স্বর্ণ তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল। সেখানে বায়তুল মোকাররম এলাকায় তারা এসব স্বর্ণ হস্থান্তরের কথা ছিল।

    এর আগে দুপুরে নগরীর সিআরবি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ ১০০পিস স্বর্ণের বার উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় দুজনকে গ্রেফতার করা হয়।

    বিএম/আশরাফ/রাজীব…