হালদাতে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

    মোরশেদ রনী : দেশের একমাত্র মিঠা পানির কার্প জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) মা-মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান চালিয়ে সোমবার (৪ মার্চ) সকাল থেকে আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

    গতকাল সোমবার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা হতে হালদার মোহনা পর্যন্ত বিভিন্ন স্পটে অবৈধভাবে মাছ শিকার করতে নদীতে পাতানো অসাধু মৎস্য দস্যুদের ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

    আজ হালদার মুখ থেকে মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

    এ ব্যাপারে হাটহাজারী উপজেলার ইউএনও রুহুল আমিন বলেন, সোমবার ভোর থেকে আজ দুপুর পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে আইডিএফ’র সহযোগিতায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, আজ সেগুলো ধ্বংস করা হয়। হালদা নদীকে অসাধু মৎস্য দস্যুদের কবল থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

    বিএম/রনী/রাজীব