বিএম ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
রাষ্ট্রপতি প্রদর্শনীস্থলে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মঞ্চে অবস্থান গ্রহণের পর আন্তঃবাহিনী বাদক দল কর্তৃক জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে রাষ্ট্রপতি বিমান বাহিনীর যুদ্ধ বিমানের ফ্লাই পাস্ট ও ছত্রীসেনার প্যারাট্রুপিং প্রত্যক্ষ করেন। এছাড়া প্রদর্শনীর বিভিন্ন স্টল ও হালকা এবং ভারী যুদ্ধাস্ত্রও পরিদর্শন করেন তিনি।
স্বাধীনতা দিবসের এ সমরাস্ত্র প্রর্দশনী জনসাধারণের জন্য খোলা থাকবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।
বিএম/রনী/রাজীব