ভাটিয়ারীতে চলাচলের রাস্তা দখল করে চলছে ইট-বালুর ব্যবসা

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে সরকারী রাস্তা দখল করে একটি মহল রমরমা ইট-বালু ও পাথরের ব্যবসা চালিয়ে আসছে। ফলে প্রতি নিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। অপর দিকে ইট-বালু বহনকারী ট্রাকের দূষিত ধোয়ায় পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইমামনগর এলাকায় ছোয়াখালী ফেরী ঘাট রাস্তায় অবৈধ ভাবে ইটের রমরমা ব্যবসা করে আসছে প্রভাবশালী এক ব্যক্তি। রাস্তার দুই পাশে সারি সারি ভাবে রাখা আছে ইটের স্তুপ। এতে দখল হয়ে গেছে রাস্তার অর্ধেক জায়গা।

    গ্রামের জনসাধারণের চলাচলের চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ইটের ব্যবসা পরিচালনার জন্য গ্রামের ছোট রাস্তা দিয়ে এখন চলাচল করছে ভারী যানবাহন। ফলে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্ষা মৌসুমেই এ রাস্তা চরম ঝুঁকি পূর্ণ হয়ে উঠবে বলে এলাকাবাসীর ধারণা।

    এব্যাপারে জানতে চাইলে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন বলেন, গ্রামের ভিতরে ইট-বালু বিক্রি করার কোন নিয়ম নেই। এলাকাবাসী অভিযোগ করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চেয়ারম্যান।

    বিএম/কামরুল/রাজীব…