গুলশানের আগুন নিয়ন্ত্রণে

    বিএম ডেস্ক : রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    এর আগে ভোরে আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরপর সেখানে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
    ফায়ার সার্ভিসের অনডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ঘটনাস্থলে এখন এখন আগুনের কোনো শিখা দেখা যাচ্ছেনা। তবে সেখানে এখনও প্রচণ্ড ধোয়া রয়েছে। এ ঘটনায় এখনও কেনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

    প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

    বিএম/রনী/রাজীব