ক্রিকবাজের দৃষ্টিতে বিশ্বকাপের প্রাথমিক দল

    ক্রীড়া ডেস্ক : ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াডের নাম প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। জাতীয় দলের নিয়মিত সদস্য ছাড়াও এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটার।

    ফরহাদ রেজা, চলমান ডিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন ডানহাতি এই অলরাউন্ডার। ডিপিএলের গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার প্রাইম দোলেশ্বরের অধিনায়ক। এছাড়া ব্যাট হাতেও দ্রুত রান তোলার দায়িত্ব পালনে এখন অবধি দারুণ সফল তিনি।

    এছাড়া রানের ধারায় থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও রয়েছেন ক্রিকবাজের এই স্কোয়াডে। রয়েছেন শফিউল ইসলামও, যিনি মোহামেডানের হয়ে বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন।

    চমক হিসেবে ক্রিকবাজ ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরীকে রেখেছে তাদের প্রাথমিক স্কোয়াডে। ইয়াসির বিপিএল থেকেই নির্বাচকদের নজরে আছেন। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই ডানহাতি।

    ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদও রয়েছেন ক্রিকবাজের স্কোয়াডে।

    ক্রিকবাজের ২০ সদস্যের প্রাথমিক স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, ইয়াসির আলি, ফরহাদ রেজা, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ।