গাজীপুরে কেয়া স্পিনিং মিল ও ১৫টি ঝুটের গুদামে আগুন

    বিএম ডেস্ক : গাজীপুর মহানগরীর জরুন এলাকায় একটি স্পিনিং মিলের সুতার গুদামে আগুন লেগেছে।

    শনিবার রাত ১১টার দিকে কেয়া স্পিনিং মিলের গুদামে আগুন লাগে। রাত সাড় ১২টার দিকেও সেখানে আগুন জ্বলছিল।

    গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পারিচালক মো. আক্তারুজ্জামান জানান, জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ বিভিন্ন ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

    তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কোন হতাহতেরও খবর পাওয়া যায়নি।

    এদিকে শনিবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকায় পৃথক এক অগ্নিকাণ্ডে ১৫টি ঝুট গুদাম পুড়ে গেছে।

    খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে।

    স্থানীয় রমিজ উদ্দিন, সান্টু, আলমগীর, খোকন, মামুন, সাইফুল, আবুল কালাম ও আয়নালসহ ১০ জন মালিকের ১৫টি গুদাম ও গুদামে থাকা সব ঝুট ও মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

    বিএম/রনী/রাজীব