নুসরাতকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন ঝন্টু

    বিনোদন ডেস্ক : ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনা নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রবীন চলচ্চিত্রনির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ‘নুসরাত’ নামেই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

    দেলওয়ার জাহান ঝন্টু বলেন, আশঙ্কাজনকভাবে বাংলাদেশে নারী নির্যাতন ও যৌন হয়রানি বেড়েই চলেছে। সেই ধারাবাহিকতায় নির্মমভাবে জীবন গেল নুসরাতের। একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারি না। দায়িত্ববোধ থেকেই এ চলচ্চিত্রটি নির্মাণ করবো আমি।

    তবে চলচ্চিত্রে নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো ঠিক করেননি তিনি। এ বিষয়ে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে চলচ্চিত্রনির্মাণের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে।

    প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নুসরাত জাহান রাফি। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

    ১০ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত। পরদিন সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দিলে বিকেলে সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    বিএম/রনী/রাজীব