ফখরুল-জাফর’র বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা

    বিএম ডেস্ক : কিশোরগঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন।

    মামলা গ্রহণের পর পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন বিচারক মুহাম্মদ আবদুন। অপর আসামিরা হলেন, বিএনপি চেয়ারপাসন বেগম জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান ও গণ-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন।

    মামলায় বিবরণে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে উন্নয়নকাজের ক্ষতিসাধন করতে চায় আসামিরা।

    কিশোরগঞ্জের এপিপি এ কে এম শফিকুল ইসলাম বলেন, পেনাল কোড, সেকশন ১২৪-এ আমি একটি মামলা ফাইল করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে আদেশ দিয়েছেন। আমি এই মামলায় ন্যয় বিচার পাবো বলে আশাবাদী।

    বিএম/রনী/রাজীব