বিশ্বকাপ দলে চমক হতে পারেন চট্টগ্রামের ইয়াসির

    স্পোর্টস ডেস্ক : দুয়ারে বিশ্বকাপ! বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। অনেক দলই বিশ্বকাপের একাদশ প্রায় ঠিক করে ফেলেছে। স্কোয়াডের কয়েকটা শূন্যস্থান শুধু পূরণ করা বাকি। বিশ্বকাপের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে। এ সিরিজের মধ্যেই ঠিক হয়ে যাবে দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কারা। বিশ্বকাপে সম্ভাবনা কম মোসাদ্দেকের, চমক হতে পারেন ইয়াসির আলী রাব্বি!

    বিশ্বকাপের দলে অনেকেই চমক রাখার চেষ্টা করে। নতুন কোনো মুখ নিয়ে প্রতিপক্ষকে ধাঁধায় ফেলে দেওয়ার চেষ্টা থাকে। বাংলাদেশ দল সম্ভবত এবার সে পথেই হাঁটছে। কারণ, স্কোয়াডের ১৪টি স্থান সেই পুরোনো মুখ দিয়েই প্রায় পূর্ণ হয়ে যাচ্ছে।

    তাহলে বাকি এক কে? কয়দিন আগেই বিসিবি সভাপতি আভাস দিয়ে বলেছেন মোসাদ্দেকের নাম। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত রায়ে ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক নন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। আপাতত এটাই এবারের বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের চমকের নাম। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ইয়াসিরের খেলা মোটামুটি নিশ্চিত।

    ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় বাড়তি পেসার হিসেবে বিশ্বকাপ খেলতে যাবেন শফিউল। আর ব্যাটিংয়ে শক্তি বাড়াতে যোগ হচ্ছেন নতুন সেনসেশন ইয়াসির।

    এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডের ১৬ জনের নাম চূড়ান্ত করে বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে পেসার তাসকিন আহমেদকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। সেই সঙ্গে ২০১১ সালের পর আবারও বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে পেসার শফিউল ইসলামের সামনে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এই খবর নিশ্চিত করেছে।

    তবে বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় চমক হতে পারেন ইয়াসির আলী রাব্বি। বিপিএল ও প্রিমিয়ার লিগে নজর কাড়া রাব্বির দিকে চোখ স্থির আছে নির্বাচকদের। ইয়াসির আলী রাব্বির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। গত বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে করেন ৩০৭ রান। ঢাকা লিগে আট ম্যাচে ছয় ইনিংসে করেছেন ৩৪১ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি। চার ইনিংসে অপরাজিত থাকায় গড় ১৭০.৫০! স্ট্রাইকরেটও একশর বেশি (১০১.৪৮)।

    শফিউলকে দলে রাখার কারণ ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স। মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সাত ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। লিগে নিজের প্রথম ম্যাচেই নেন পাঁচ উইকেট।

    বিসিবি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আগামী ১৮ এপ্রিল। দলে কেবল দুটি জায়গা ছাড়া বাকি ১৩জন আগে থেকেই প্রায় নিশ্চিত হয়ে থাকায় খুব বেশি মাথা ঘামাতে হচ্ছে না ক্রিকেট বোর্ডকে।

    আইসিসিতে পাঠানো বিশ্বকাপ স্কোয়াডের ১৬ সদস্যঃ

    মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি।

    বিএম/রনী/রাজীব