রোহিঙ্গা ক্যাম্পে আগুন (ভিডিও সহ)

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং এর ৫ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌনে ১টার দিকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে একটি মসজিদসহ অর্ধশত ঘর পুড়ে গেছে।

    আগুন নেভাতে গিয়ে ১০ জনের অধিক কম বেশি আহত হয়েছে। তাদেরকে স্থানীয় রেডক্রিসেন্ট হসপিটালে ভর্তি করা হয়েছে। এদের পরিচয় পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। স্থানীয়রাও যে যার মত করে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। আগুন সূত্রপাতের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।

    বিকেল চারটায় রিপোর্ট লেখাকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান জানা যায়নি। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে স্থানীয়রা প্রাথমিকভাবে জানিয়েছে।

    ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন ইনচার্জ ইমদাদুল হক জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে সরু পথ হওয়াই ঢুকতে একটু বিলম্ব হয়। এই ঘটনায় প্রায় অর্ধশত ঘর পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় নি।

    বিএম/ইসলাম/রাজীব..