হেরেই চলেছে বেঙ্গালুরু,রাজস্থানের জয়

    স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের চতুর্দশ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।

    মঙ্গলবার (২ এপ্রিল) জয়পুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে ওপেনার পার্থিব পেটেলের ব্যাট থেকে। ব্যাটিং ওপেনিংয়ে নেমে এদিন খুব একটা সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। ২৫ বলের মোকাবেলায় ২৩ রান করেই সাজঘরে ফেরেন তিনি, হাঁকিয়েছেন মাত্র ৩টি চার। অন্যান্যদের মধ্যে মার্কাস স্টয়নিস অপরাজিত ৩১ ও মঈন আলী অপরাজিত ১৮ রান করেন।

    রাজস্থানের পক্ষে শ্রেয়াসঃ গোপাল শিকার করেন তিনটি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থানকে ভালো শুরু এনে দেন জস বাটলার। অধিনায়ক আজিঙ্কা রাহানে ২২ রান করে বিদায় নিলেও বাটলার তুলে নেন ফিফটি। ৫৯ রান করে তিনি সাজঘরে ফেরার পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন স্টিভ স্মিথ ও রাহুল ত্রিপাঠী। স্মিথ ৩৮ রানে আউট হয়ে যাওয়ার পর শেষ ওভারের রোমাঞ্চ জয় করে দলকে ৭ উইকেটের বিজয় এনে দেন ৩৪ রানে অপরাজিত ত্রিপাঠী।

    বেঙ্গালুরুর পক্ষে যুযবেন্দ্র চাহাল শিকার করেন দুটি উইকেট। শ্রেয়াসঃ গোপাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

    সংক্ষিপ্ত স্কোর

    বেঙ্গালুরু ১৫৮/৪ (২০ ওভার)
    পার্থিব ৬৭, স্টয়নিস ৩১
    গোপাল ১২/৩, আর্চার ৪৭/১

    রাজস্থান ১৬৪/৩ (১৯.৫ ওভার)
    বাটলার ৫৯, স্মিথ ৩৮, ত্রিপাঠী ৩৪
    চাহাল ১৭/২, সিরাজ ২৫/১

    ফল: রাজস্থান ৭ উইকেটে জয়ী।

    বিএম/রনী/রাজীব