উপজেলা নির্বাচনে লামায় হতাহতরা পেলো ইসির অনুদান

    লামা প্রতিনিধি : দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ভোট কেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও ১৯ জন আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

    শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আহত ও নিহত পরিবারের সদস্যের হাতে বরাদ্দকৃত অনুদানের ১৯ লাখ টাকার চেক তুলে দেন।

    এ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. জাকের হোসেন মজুমদার, নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা হাসানুজ্জামান, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম বিশেষ অতিথি ছিলেন।

    বান্দরবান সদর নির্বাচন অফিসার ইয়াছিন শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মো. জাকের হোসেন মজুমদার, ফরিদ উল আলম, মিন্টু কুমার সেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

    প্রসঙ্গত, গত ১৭ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন পোলাউপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় চকরিয়া উপজেলার হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় হাফিজা বেগম নামের এক আনসার ভিডিপি সদস্য নিহত ও ১জন প্রিজাইডিং, ২জন সহকারী প্রিজাইডিং, ১জন পুলিং অফিসার, পুলিশের একজন সহকারী উপ পরিদর্শক, ৩জন কনস্টেবল এবং ১১জন আনসার ভিডিপি সদস্য আহত হন।

    বিএম/আর এস পি…