ট্রাম্পের পছন্দের সেই ম্যালপাসই হলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

    বিএম ডেস্ক : বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী ডেভিড ম্যালপাস। শুক্রবার তাকে অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী পর্ষদ। আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের দায়িত্ব পালন করবেন ম্যালপাস। আগামী পাঁচ বছর ম্যালপাস এ পদে বহাল থাকবেন। খবর বিবিসির।

    ম্যালপাস যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আন্ডার সেক্রেটারি অব দ্যা ট্রেজারার ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্স পদে কর্মরত ছিলেন। কলোরাডো কলেজ থেকে স্নাতক শেষ করার পর ম্যালপাস ডেনভার বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

    ৬৩ বছর বয়সী ম্যালপাস প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত। ২০১৬ সালে আমেরিকার নির্বাচনে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে ম্যালপাসের নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। তখনই মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অনেকে।

    ম্যালপাস এর আগে বিশ্বব্যাংকের বেশ কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেন। চীনের মতো মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাংককে আরও সংযমী হতে হবে বলে মন্তব্য করেছিলেন ম্যালপাস। বিভিন্ন সময়ে চীনকে ঋণ দেওয়ার বিরোধিতা করেন তিনি।

    দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। মেয়াদ শেষ হওয়ার আগেই গত জানুয়ারিতে পদত্যাগ করেন জিম ইয়ং কিম। কিমের পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিয়েভা।

    বিশ্বব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং ব্যাংকটির তহবিলের প্রধান উত্স হল যুক্তরাষ্ট্র। দেশটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই এ ধারা অব্যাহত রয়েছে।

    বিএম/রনী/রাজীব