যুক্তরাষ্ট্রের অ্যালার্ট দেওয়ার মতো কিছু হয়নি বাংলাদেশে

    বিএম ডেস্ক : কিছুদিন পর পর বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করা যুক্তরাষ্ট্রের অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে এমন কিছুই হয়নি যার কারণে কিছুদিন পর পর যুক্তরাষ্ট্রের অ্যালার্ট ঘোষণা করতে হবে। এটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

    রবিবার (৭ এপ্রিল) সকালে ঢাকার পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলের ওপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অ্যালার্ট জারি করার মতো কিছুই হয়নি। তবুও কেন তারা (যুক্তরাষ্ট্র) এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।

    সম্প্রতি প্যারোলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নানা খবর এসেছে গণমাধ্যমে।

    এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি।

    পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগমের সভাপতিত্বে আন্তর্জাতিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দীন।

    বিএম/রনী/রাজীব