ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণ : ছেলের পর মাও মারা গেলেন

    বিএম ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছেলে সাফওয়ানের মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেলেও মা ফাতেমাও।

    রবিবার (৭ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছেলে মারা যায়। তারপর আজ সোমবার (৮ এপ্রিল) সকালে মা ফাতেমা মারা যায়।

    অগ্নিকাণ্ডের ওই ঘটনায় দগ্ধ আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারাও ফাতেমার দুই সন্তান।

    ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য গত শনিবার রাতে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম। এ সময় ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে ফাতেমা বেগম, তার বড় ছেলে সাইফ আলী বেগ, মেয়ে ফারিহা আক্তার ফারজানা ও শিশু সাফওয়ান দগ্ধ হয়। পরে তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।