চট্টগ্রামে আটতলা ভবনে আগুন: ২ ঘন্টায় নিয়ন্ত্রণ

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার আটতলা একটি ভবনের চতুর্থ তলার একটি তালাবদ্ধ বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    মঙ্গলবার ভোরে পোণে ৬ টার সময় আগুনের সুত্রপাত হলে এলাকাবাসি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চান্দগাঁও ও কালুরঘাট ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘন্টার চেষ্টায় সকাল ৭ টা ৫০ সিনিটে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনেন।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিত করলেও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত স্বাপক্ষে জানানো হবে বললেন। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে বাংলাদেশ মেইলকে তিনি নিশ্চিত করেন।

    এদিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৯ নম্বর সড়কে ফারুক আহমেদের মালিকানাধীন ২৩৮ নম্বর ৮তলা ভবনের চতুর্থ তলার যে বাসাটি থেকে আগুনের সুত্রপাত হয়েছে তখন ওই বাসায় কেউ ছিলেন না,তালাবদ্ধ ছিল। ফলে আগুন লাগার ঘটনাটি পুর্বপরিকল্পিত বলেই মনে করছেন ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা।

    এবিষয়েও তদন্ত করে দেখা হবে বলে জানালেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।

    বিএম/রাজীব…