দৃষ্টি আকর্ষণ : সংস্কারের অভাবে মৃত আজব বাহার খাল!

    বাহার খাল

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর কয়েকটি ওয়ার্ডের পুরিচিত ও প্রাচীনতম নাম আজব বাহার খাল। যে খাল দিয়ে বৃটিশ আমলে যাত্রী নিয়ে নৌকা ও সাম্পান চলাচল করত অনায়েসে, সেই খালটি এখন রুপ নিয়েছে ছোট্ট একটি নালায়।

    চট্টগ্রাম সিটি করপোরেশনের
    ১২নং সরাইপাড়া, ১৩নং পাহাড়তলী, ২৪নং উত্তর আগ্রাবাদ ও ২৫নং রামপুরা ওয়ার্ডে পানি নিস্কাশনে অন্যতম ভুমিকা রাখা প্রাচীনতম ছোট্ট নালাটিরও সংস্কারে উদ্দ্যেগ নেই সিটি করপোরেশন কিংবা সিডিএর।

    বরং একে অন্যের ঘাড়ে প্রকল্পের দোহাই দিয়েই এভাবেই পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খাল (বর্তমানে নালা) টিই এখন মৃতপ্রায়।

    ফলে আসন্ন বর্ষা মৌসুমে এ খালের আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়বে এমন শঙ্খায় আছে।

    সরকারের জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা বরাদ্ধের সামান্য কিছু ব্যয় করে দ্রুত খাল থেকে মাঠি উত্তোলন এবং আর্বজনা গুলো সরিয়ে নিতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা মুক্ত এলাকা হোক সরকারের উন্নয়নের প্রতিচ্ছবি, এমনটাই প্রত্যাশা ৪ ওয়ার্ডে বসবাসরাত সাধারণ জনগণের।

    আজ মঙ্গলবার দুপুরে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের ঈদগা ডিটি রোড থেকে ছবিগুলো তুলেছেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের চট্টগ্রাম ব্যুরোর ক্যামেরা পারসন মো. সেলিম উল্লাহ।

    বিএম/রাজীব..

    আরো পড়ুন:: ৩০ দিনের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ