বিজেপির গাড়িবহরে হামলায় নিহত ৫

    বিএম ডেস্ক : ভারতের জাতীয় নির্বাচনের দুইদিন আগে ছত্তিসগড় রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নির্বাচনী প্রচারের গাড়ি বহরে হামলা হয়েছে। মাওবাদীদের হামলায় ওই বিজেপির এক বিধায়কসহ পাঁচজন নিহত হয়েছে বলে এনডিটিভি খবর জানিয়েছে।

    মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে ছত্তিসগড় রাজ্যের দানতেওয়াড়া এলাকায় এ হামলা হয়। নিহত ওই বিজেপি বিধায়কের নাম ভীমা মানদাভি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দন্তেওয়াড়ায় ভোটপ্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি। সেই সময়ই কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে কনভয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। পুলিশ-প্রশাসন সূত্রে খবর, হামলায় বিজেপি বিধায়ক ভীমা মাণ্ডভি নিহত হয়েছেন। তার প্রচার কনভয়ের সঙ্গে থাকা চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

    বিধায়ক ভীমা মাণ্ডভির মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বিএম/রনী/রাজীব