রাসেলকে ৫ লাখ টাকা দিলো গ্রীন লাইন

    গ্রীন লাইন

    বিএম ডেস্ক : বাস চাপায় পা হারানো রাসেলকে ৫ লাখ টাকা প্রাথমিক ক্ষতিপূরণ দিলো গ্রিনলাইন কর্তৃপক্ষ। বুধবার (১০ এপ্রিল) দুপুরে, তার হাতে এই টাকার চেক তুলে দেয়া হয়।

    এর আগে রাসেলকে ক্ষতিপূরণের টাকা দিতে বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দেয় আদালত।

    বুধবার সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে দুপুরে, তাকে টাকা বুঝিয়ে দেয়া হয়। ক্ষতিপূরণের বাকী ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধের নির্দেশও দেন আদালত।

    এছাড়া সাভারের সিআরপিতে রাসেলের চিকিৎসা দিতে গ্রিনলাইন পরিবহনকে আদেশ দেন বিচারক। এমন দুর্ঘটার ক্ষেত্রে মালিক সমিতি এবং পুলিশের দায় আছে বলেও মন্তব্য করেন আদালত।

    এসময় রাসেলে চিকিৎসার ক্ষেত্রে সাধ্যমতো ব্যবস্থা নেয়ার কথা জানান গ্রিনলাইন পরিবহনের মালিক। পাশাপশি ক্ষতিপূরণের টাকার বিষয়ে আবারো বিবেচনার দাবি জানান তিনি।

    বিএম/রনী/রাজীব

    আরো খবর : আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ বহাল