চট্টগ্রামে গৃহবধূর গায়ে কেরোসিন : স্বামীর বিরুদ্ধে মামলা

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসি আবাসিক এলাকায় তাসমিন সাঈদা চৌধুরী নামে এক গৃহবধূকে মারধরের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী আরশাদুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় আরশাদুলকে আসামী করে পাচঁলাইশ থানায় মামলা দায়ের করেছেন সাঈদার চাচা হাসান মোহাম্মদ রাশেদ।

    গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

    পুলিশ জানায়, ২০০৯ সালে ও আর নিজাম আবাসিক এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে আরশাদুল আলমের সাথে তাসমিন সাঈদা চৌধুরীর বিয়ে হয়। এই দম্পতির তিন জন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই প্রায় সময় রাতে মাতাল হয়ে স্ত্রীকে মারধর করতো আরশাদুল।

    বৃহস্পতিবার রাতে মাতাল অবস্থায় বাসায় গিয়ে স্ত্রীকে ব্যাপক মাধরের পর এক পর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে চমেক হাসপাতালে ভর্তি করে।

    মামলার বাদী সাঈদার চাচা জানান, স্বামী আরশাদুল আলমের সাথে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। পরকীয়ায় বাধা দিলে প্রায় সময় মাতাল অবস্থায় বাসায় স্ত্রীকে মারধর ও নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্ত্রীকে মারধর করে।

    এ ব্যাপারে পাচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া জানান, এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    বিএম/রাজীব…