অবশেষে জয়ের দেখা পেলো ব্যাঙ্গালুরু

    ক্রীড়া ডেস্ক : অবশেষে দ্বাদশ আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টানা ৬ ম্যাচ হারের পর আজ নিজেদের সপ্তম ম্যাচে গেইলের অপরাজিত ৯৯ রান ভেস্তে দিয়ে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে অবশেষে হারের বৃত্ত থেকে বের হতে সক্ষম হলো তারা।

    পাঞ্জাবের দেওয়া ১৭৪ রানে টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক কোহলির ৬৭ এবং ডি ভিলিয়ার্সের অপরাজিত ৫৯ আর শেষ দিকে স্টয়নিসের ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ৪ বল বাকি থাকতেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় ব্যাঙ্গালুরু।

    এর আগে মোহালিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে পাঞ্জাব। কিন্তু একটু পরে আগের দল ব্যাঙ্গালুরুকে পেয়েই বাদ দেওয়ার ক্ষোভ ঝাড়লেন গেইল। ২৮ বলে তুলে নেন ঝড়ো অর্ধশতক।

    পরবর্তীতে আরো আক্রমনাত্নক হন গেইল। কিন্তু সঙ্গ দিতে পারেনি তেমন কেউই। তবুও একাই দলকে টেনে নিয়ে যেতে থাকেন তিনি। শেষ পর্যন্ত আফসোসে পুড়ে সেঞ্চুরি থেকে ১ রান দুরে থেকে ৬৪ বলে ১০ চার আর ৫ ছক্কায় ৯৯ রানে অপরাজিত থেকে দলকে ৪ উইকেট হেরে ১৭৩ রানের পুঁজি এনে দেন গেইল।

    ব্যাঙ্গালুরুর হয়ে চাহাল ২ এবং সিরাজ, ময়েন আলী ১ টি করে উইকেট নেন।

    মোহালিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে পাঞ্জাব। কিন্তু একটু পরে আগের দল ব্যাঙ্গালুরুকে পেয়েই বাদ দেওয়ার ক্ষোভ ঝাড়লেন গেইল। ২৮ বলে তুলে নেন ঝড়ো অর্ধশতক।

    পরবর্তীতে আরো আক্রমনাত্নক হন গেইল। কিন্তু সঙ্গ দিতে পারেনি তেমন কেউই। তবুও একাই দলকে টেনে নিয়ে যেতে থাকেন তিনি। শেষ পর্যন্ত আফসোসে পুড়ে সেঞ্চুরি থেকে ১ রান দুরে থেকে ৬৪ বলে ১০ চার আর ৫ ছক্কায় ৯৯ রানে অপরাজিত থেকে দলকে ৪ উইকেট হেরে ১৭৩ রানের পুঁজি এনে দেন গেইল।

    ব্যাঙ্গালুরুর হয়ে চাহাল ২ এবং সিরাজ, ময়েন আলী ১ টি করে উইকেট নেন।

    দ্বাদশ আইপিএলে এখন জয়ের দেখা পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজকের ম্যাচের আগ পর্যন্ত ৬ ম্যাচে খেলে জয় বঞ্চিত তারা। অবাক করার বিষয় হলো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৩ জন বিদেশী নিয়ে খেলবে তারা। অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে পাঞ্জাব।

    সংক্ষিপ্ত স্কোর :

    কিংস ইলিভেন পাঞ্জাব ১৭৩/৪, ২০ ওভার
    গেইল ৯৯, মন্দ্বীপ ১৮, রাহুল ১৮
    চাহাল ২/৩৩, মঈন ১/১৯, সিরাজ ১/৫৪

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৭৪/২, ১৯.২ ওভার
    কোহলি ৬৭, ডি ভিলিয়ার্স ৫৯, স্টয়নিস ২৮
    অশ্বিন ১/৩০, সামি ১/৪৩

    বিএম/রনী/রাজীব