নুসরাতের ঘটনা পহেলা বৈশাখের উৎসবকে ম্লান করেছে : রিজভী

    বিএম ডেস্ক : ফেনীর নুসরাতের ঘটনা পহেলা বৈশাখের উৎসবকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

    আজ (১৪ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

    বর্তমান সরকারের অধীনে সাধারণ মানুষের নিরাপত্তা নেই দাবি করে রিজভী বলেন, আইনের শাসন নেই বলেই সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। মানববন্ধন থেকে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রিজভী।

    খালেদা জিয়াকে কারাগারে রেখে উৎসব পালন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আমরা এমন একটি অবস্থায় বসবাস করছি। সেখানে কারও নিরাপত্তা নেই। আজকে আপনার সন্তান স্কুলে যাবে সে ফিরে আসবে অগ্নিদগ্ধ হয়ে। না জীবন্ত ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তা নেই সরকারের কারণে। নারী, শিশু লাঞ্ছিত হচ্ছে, নির্যাযিত হচ্ছে। কীভাবে নুসরাত জাহান রাফি লাশ দেখে আমরা উৎসব করতে পারি?

    বিএম/রনী/রাজীব