বিএম ডেস্ক : ঠাকুরগাঁওয়ে স্বর্ণশিল্পী গোকুল রায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচার সহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি।
বৃহস্প্রতিবার দুপুর ১২টায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরা।

মানববন্ধন শেষে তিন দফা দাবি সম্বলিত একটি স্বারক লিপি জেলা প্রশাসককে দেন ব্যবসায়ীরা।
উল্লেখ্য,গত ১১এপ্রিল গভীর রাতে গোকুল চন্দ্র রায় দুর্বৃত্তদের হাতে নিহত হন।
বিএম/গৌতম/রনী/রাজীব