ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের বহিস্কৃত সদস্যদের সংবাদ সম্মেলন

    বিএম ডেস্ক : কেন্দ্রিয় মহিলা পরিষদ কর্তৃক
    অগঠনতান্ত্রিকভাবে ঠাকুরগাঁও মহিলা পরিষদের ৬ জন সদস্যকে বহিষ্কার ও কমিটি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে ঠাকুরগাঁও মহিলা পরিষদের বহিষ্কৃত সদস্যদের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনটি
    অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার বহিস্কৃত সদস্য অ্যাড. জাকিয়া সুলতানা মিঠু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ
    মহিলা পরিষদ কেন্দ্রিয় কমিটির সম্পুর্ণ অন্যায়ভাবে ও অগঠনতান্ত্রিক পন্থায় সংস্থাটির ঠাকুরগাঁও কমিটি বাতিল ও ৬ জনকে বহিষ্কার করেছে। যা ঠাকুরগাঁওয়ের মহিলা পরিষদ তথা সম্পুর্ণ নারী সমাজকে অপমানের সামিল। আত্মপক্ষ সমর্থন ও কারন দর্শানোর কোন ধরনের নোটিশ প্রদান না
    করে এ ধরনের সিদ্ধান্ত সম্পুর্ণ বেআইনী। আমরা এ বেআইনী সিদ্ধান্ত ও অন্যায় বহিষ্কারাদেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

    পাশাপাশি ১৬ এপ্রিল ২০১৯ তারিখে কেন্দ্রিয় কমিটি কতৃক প্রেরিত বহিষ্কারাদেশ ও কমিটি বাতিলের পত্রের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে যাচ্ছি।

    সংবাদ সম্মেলনে কমিটির সদস্যবৃন্দ , প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ অন্যান্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    বিএম/রনী/রাজীব