নুসরাত হত্যায় ব্যবহৃত বোরকা উদ্ধার

    বিএম ডেস্ক : ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা উদ্ধার করেছে পুলিশে তদন্ত দল (পিআইবি)।

    রাফির হত্যার মামলা আসামি জোবায়েরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বোরকা উদ্ধার করে পিআইবি।

    শনিবার (২০ এপ্রিল) দুপুরে বোরকাটি উদ্ধার করা হয়। সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রার অদূরে কাশমির বাজার সংলগ্ন ডাঙ্গি খাল থেকে এ বোরকাগুলো উদ্ধার করা হয়।

    পিবিআই’র পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আসামিদের পরিহিত উদ্ধার হওয়া বোরকাগুলো এ হত্যা মামলার অন্যতম আলামত।

    বিএম/রনী/রাজীব

    আরো খবর::
    নুসরাত হত্যার তদন্ত তনুর মতো না হয় : হাইকোর্ট