নাইক্ষ্যংছড়ির মাদক ব্যবসায়ী মেরিন ড্রাইভে বন্দুকযুদ্ধে নিহত

    কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে পার্বত্য এলাকার এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ১টি এলজি, ৩ রাউন্ড কাতুজ ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    জানা যায়, ২১ এপ্রিল ভোররাত আড়াইটার দিকে বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন জব্বার মুন্সীর পরিত্যক্ত হ্যাচারীর পাশে কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি দলের সাথে মাদক কারবারীদের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

    র‍্যাবের অভিযানে নিরুপায় হয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে ১টি এলজি, ৩ রাউন্ড কাতুজ, ১০ হাজার ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির কম্বনিয়া পাড়ার সিরাজুল ইসলামের পুত্র মহি উদ্দিন (২৬) কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

    তাকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। দুপুর ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে নেওয়া হয়েছে।

    কক্সবাজার র‍্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ সংবাদ মাধ্যমকেএ তথ্য নিশ্চিত করেন।

    বিএম/ইসলাম/রাজীব..