বসতঘরে শতাধিক বিষধর সাপ!

    শোবার ঘরে শতাধিক সাপ

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের একটি বসতঘর থেকে উদ্ধার করা হয় দুটি পূর্ণ বয়স্ক বিষধর সাপ ও শতাধিক সাপের বাচ্চা।

    শনিবার রাত ৯টার সময় উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া এলাকার মোঃ পারভেজের শোবার কক্ষ থেকে সাপুড়ের সহায়তায় এসব বিষধর সাপগুলো উদ্ধার করে এলাকাবাসী।

    বাড়ির মালিক মো. পারভেজ বলেন, তার বাড়ির শোবার কক্ষের মেঝের উপর আলাদা প্লাস্টিকের কার্পেট দেওয়া ছিল। এর নিচেই সাপগুলো অবস্থান করে। শনিবার রাতে কার্পেটের নিচে নড়া চড়া করতে দেখে কার্পেট সরিয়ে সাপ ও সাপের বাচ্চাগুলো দেখতে পাই। ভয়ে চিৎকার করতে থাকলে বাড়ির অন্যান্য সদস্য ও এলাকাবাসীরা ছুটে আসে।

    পরে নোয়াপাড়া এলাকার এক সাপুড়িকে খবর দিলে তিনি এসে সাপগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

    এ বিষয়ে চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন এগুলো গোখরো সাপ ছিল। দীর্ঘদিন ধরে বয়স্ক সাপদুটো ওই ঘরের কার্পেটের নিচে অবস্থান করে বাচ্চাগুলোর জন্ম দিয়েছে। তবে সাপ গুলো বাড়ির কোন সদস্যের ক্ষতি করেনি বলে জানিয়েছেন তিনি।

    বিএম/হামজা/রাজীব…