শ্রীলঙ্কায় হামলাকারী ৮ জনের ছবি প্রকাশ

    আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবি প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপাত্র ‘আমাক নিউজ এজেন্সি’ এ ছবি প্রকাশ করেছে।

    ছবিতে দেখানো ব্যক্তিদের পরিচয় তুলে ধরে নিউজ এজেন্সিটি বলেছে, ‘ছবিতে থাকা ব্যক্তিরা হামলার মাস্টারমাইন্ডসহ আত্মঘাতী সাত হামলাকারী।’

    মঙ্গলবার, আমাক নিউজ এজেন্সি এ হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানায়, ‘শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে আইএসের যোদ্ধারা। হামলার পর তারা এখন উল্লাস করছে।’

    আরো খবর:: শ্রীলঙ্কায় নিহত বেড়ে ৩৫৯

    পরে হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়েছে।

    এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।

    তার পাশে থাকা অন্য সাতজনের মুখ কাপড়ে ঢাকা। আইএস তাদের নাম বলেছে, আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মুহাম্মদ এবং আবু আবদুল্লাহ।

    তাদের মধ্যে আবু ওবায়দা, আবু আল বাররা ও আবু আল মুক্তার বিলাসবহুল হোটেল- সেংগ্রি লা, সিনামোন গ্র্যান্ড ও কিংসবেরি হোটেলে হামলা চালায়।

    এ ছাড়া আইএস জঙ্গি- আবু হামজা, আবু খলিল ও আবু মোহাম্মদ কলম্বো, নেগম্বো ও বেটিকালোয়া শহরে গির্জায় হামলা চালায়।

    অপর সহযোগী আবু আব্দুল্লাহ কলম্বোর শহরতলিতে তিন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

    রবিবারের হামলায় এখন পর্যন্ত ৩শ ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

    বিএম/রনী/রাজীব

    আরো খবর:: শ্রীলঙ্কায় এবার সিনেমা হলে বোমা বিস্ফোরণ