মালিঙ্গার দাপুটে বোলিংয়ে উড়ে গেল চেন্নাই

    ক্রীড়া ডেস্ক : লাসিথ মালিঙ্গার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পাড়েনি চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাইকে ১০৯ রানেই অলআউট করল মুম্বাই ইন্ডিয়ান্স।

    চেন্নাইয়ের বিপক্ষে ৪৬ রানে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে দিল্লি ক্যাপিটালসকে হটিয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এলো মুম্বাই। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে চেন্নাই। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে দিল্লি।

    শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে রোহিত শর্মার ৪৮ বলে করা ৬৭ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৫৬ রান করে মুম্বাই।

    ১৫৭ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে লাসিথ মালিঙ্গার গতির মুখে পড়ে ১৭.৪ ওভারে ১০৯ রানেই অলআউট চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মুরালি বিজয়। ২২ ও ২০ রান করেন মিসেল স্যান্টনার ও ডুয়াই ব্রাভো।

    মুম্বাইয়ে হয়ে ৩.৪ ওভারে ৩৭ রানে ৪ উইকেট শিকার করেন মালিঙ্গা। এছাড়া করুনাল পান্ডিয়া ও যশপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নেন।

    বিএম/রনী/রাজীব